1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

নেইমার-এমবাপ্পে মূল যে অনুরোধদে একাদশে, বেঞ্চে আছেন মেসি।অনলাইনডেস্কমোঃরফিকুল ইসলাম লাভলু,বিভাগীয়স্টাফ রিপোর্টার রংপুরবিভাগঃ-

  • প্রকাশের সময় সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৮০ বার পড়েছে

বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে রচিত হচ্ছে ইতিহাস।রেঁসের বিপক্ষে মাঠে নামছে পিএসজি।
যে ম্যাচের বেঞ্চে রাখা হয়েছে লিওনেল মেসিকে।সব ঠিক থাকলে ম্যাচের দ্বিতীয়ার্ধে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে মাঠ কাঁপাতে দেখা যেতে পারে এই আর্জেন্টাইন তারকাকে।

রেঁসের বিপক্ষে ৪-৩-৩ ছকে মাঠে নামছে পিএসজি। গোলকিপার কেয়লর নাভাসের সামনে দুই সেন্টারব্যাক হিসেবে থাকছেন ব্রাজিলের মার্কিনিওস ও জার্মানির থিলো কেহরার।ওদিকে রাইটব্যাক হিসেবে আছেন নতুন আসা আশরাফ হাকিমি,লেফটব্যাকে আবদু দিয়ালো। মাঝমাঠ আলো করে থাকবেন ইতালির মার্কো ভেরাত্তি,সেনেগালের ইদ্রিদা গানা গেয়ে ও এই মৌসুমেই লিভারপুল থেকে আসা জর্জিনিও ভাইনালডম আক্রমণভাগে এই মৌসুমে প্রথমবারের মতো পিএসজির হয়ে মাঠে নামছেন নেইমার।সঙ্গে আছেন দি মারিয়া ও এমবাপ্পে।
মূল একাদশে এমবাপ্পের উপস্থিতি নিঃসন্দেহে রিয়াল মাদ্রিদ সমর্থকদের চিন্তা বাড়িয়ে দেবে।বেশ কদিন ধরেই এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন,এমনটা শোনা যাচ্ছে।এমনকি এমবাপ্পের জন্য ১৮ কোটি ইউরোর বড় একটা প্রস্তাবও পাঠিয়ে রেখেছে পিএসজি।এই অবস্থায় কোথায় দলবদলের বাকি কাজগুলো সারবেন তানা,রেঁসের হয়ে মাঠে নামতে হচ্ছে এমবাপ্পেকে।দলবদলের বাকি আছে আর মাত্র দুদিন।ফলে চলমান গ্রীষ্মকালীন দলবদলে আদৌ এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যেতে পারেন কি না,সন্দেহ দেখা দিয়েছে।

রিয়াল মাদ্রিদের সমর্থকদের কাছে যা চিন্তার,নিরেট ফুটবলপ্রেমীদের কাছে তা নিখাদ আনন্দের বিষয়।এমবাপ্পে মূল একাদশে আছেন দেখেই তো মেই-নেইমার-এমবাপ্পে ত্রয়ীর খেলা দেখার স্বপ্ন বাস্তব হতে যাচ্ছে!এমবাপ্পে যদি রিয়ালে চলেই যান,তাহলে এটাই হবে একমাত্র ম্যাচ,যেখানে একসঙ্গে একই ক্লাবের জার্সি গায়ে এই তিন মহারথীকে একসঙ্গে দেখা যাবে।নিরপেক্ষ ফুটবলভক্তদের আর কি লাগে!

রেঁসের স্তাদ অগোস্ত-দোলন স্টেডিয়ামে মাঠে নামছে দুই দল।ভারতের একটি চ্যানেল ফ্রেঞ্চ লিগের খেলা দেখানোর স্বত্ব কিনেছে বলে জানা গেছে।সেটি ভিয়াকম এইটিন মিডিয়া। তাদের চ্যানেল কালারস ও ভিএইচ ওয়ানে খেলা দেখা যাবে বলে জানানো হয়েছে।এ ছাড়া দুটি অ্যাপ ভুট ও জিওটিভিতেও লাইভ স্ট্রিমিংয়ে খেলা দেখা যাবে বলে জানা গেছে। এরই মধ্যে টিভি চ্যানেল ভিএইচ ওয়ান টুইট করে জানিয়েছে,তারা খেলা দেখাবে।
অপেক্ষা এখন শুধু মেসির মাঠে নামার।তাও আবার বার্সা ছাড়া অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে!

বিডি// নিজস্ব প্রতিবেদক দৈনিক তোকদার নিউজ.কম

এর প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST