1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ৮২বিলিয়ন ডলার(সাত লাখ কোটি টাকারও বেশি)আটকে আছে দাবি করে জানিয়েছেন,ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি।পাশাপাশি পুলিশকেও ৫০০কোটি টাকা দেবেন।

  • প্রকাশের সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৭৪ বার পড়েছে
অনলাইনডেস্ক:নিউজপোর্টালতোকদারনিউজ.কম,এরনিউজইডিটরও প্রতিষ্ঠাতা:মোঃমোশারফ হোসেন তোকদার লিমন,রংপুর বিভাগঃ-


সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন মুসা।

আলোচিত ব্যবসায়ী মুসা বিন শমসের সুইস ব্যাংকে তার ৮২ বিলিয়ন ডলার(সাত লাখ কোটি টাকারও বেশি)আটকে আছে দাবি করে জানিয়েছেন, ওই টাকা ফিরে পেলে দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন তিনি।পাশাপাশি পুলিশকেও ৫০০কোটি টাকা দেবেন।

মঙ্গলবার(১২ অক্টোবর)বিকেলে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদে মুসা বিন শমসের তার এইচ্ছের কথা জানান।সেখানে সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা ৭টা ১৫মিনিটের দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন,জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদেরের বিষয়ে বিকেলে মুসা বিন শমসেরকে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুসা বিন শমসের বলেছেন,তার সুইস ব্যাংকে ৮২বিলিয়ন ডলার আটকে আছে।সেই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০কোটি টাকা দিতে চেয়েছেন।এছাড়া তিনি দ্বিতীয় পদ্মা সেতু ও দুদকের ভবনও করে দিতে চেয়েছেন।

ডিবির এ কর্মকর্তা বলেন,মুসা বিন শমসেরকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে।প্রতারক আব্দুল কাদের একজন নাইন পাস লোক,তাকে মুসা বিন শমসের উপদেষ্টা বানালেন কেন? ২০কোটি টাকার চেক দিলেন কেন?উনি বলেছেন,লাভ দেবেন।কিন্তু উদ্দেশ্য আমরা জানি না।মুসা সাহেব দেখেছেন আব্দুল কাদের বড় বড় লোকের সঙ্গে কথা বলেন।বাস্তবে আব্দুল কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে।

হারুন-অর-রশীদ বলেন,উনি(মুসা বিন শমসের)দকেমন মানুষ আমরা বুঝি না।তবে উনি দায় এড়াতে পারেন না।তার সঙ্গে ভুয়া অতিরিক্ত সচিব আব্দুল কাদের মাঝির যে সম্পর্ক এর দায় তিনি এড়াতে পারবেন না।কারণ উনার সঙ্গে আব্দুল কাদের মাঝির যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক,তাদিয়ে বিভিন্ন মানুষকে আব্দুল কাদের মাঝি ঠকিয়েছেন।কাদের মাঝি বলেছেন,তার সঙ্গে আইজিপিসহ বড় বড় মানুষের সম্পর্ক আছে।কিন্তু উনার তো(মুসা বিন শমসের) জিজ্ঞেস করা উচিত ছিল।কিন্তু উনি জিজ্ঞেস করেননি।আব্দুল কাদের মাঝির সঙ্গে উনার একটা যোগসূত্র রয়েছে।

তিনি আরও বলেন,মুসা বিন শমসেরের দাবি তিনি নিজে প্রতারিত হয়েছেন।তিনি নিজেও মামলা করবেন বলেছেন।আমরা সবকিছু তদন্ত করছি।আমরা যেটা করার দরকার সেটাই করবো।তিনি মামলা করলে সেটাও তদন্ত করবো।

মুসা বিন শমসের সম্পর্কে হারুন-অর-রশীদ বলেন,আমার কাছে মনে হয়েছে তিনি অন্তঃসারশূন্য একজন মানুষ।একটা ভুয়া লোক মনে হয়েছে।তার কিছু নেই।তার একটা বাড়ি রয়েছে গুলশানে। সেটাও স্ত্রীর নামে।বাংলাদেশে তার নামে কিছু নেই।তবে উনি মুখরোচক গল্প বলেন।তিনি আমাদের কাছে দাবি করেছেন,এ দেশে যা উন্নয়ন হয়েছে সব তার অবদান।তার সঙ্গে আর কী কথা বলবো?তিনি খামখেয়ালিভাবে কথা বলেছেন।এ কথাগুলো আব্দুল কাদের মাঝি বিক্রি করেছেন।

মুসার বডিগার্ড প্রসঙ্গে জানতে চাইলে হারুন বলেন,আমরা বলে দিয়েছিলাম,ডিবি কার্যালয়ে বডিগার্ড নিয়ে আসা যাবে না।উনার যে বাস্তব অবস্থা এখন দেখলাম তিনি অন্তঃসারশূন্য।তার কোনো কিছুই নেই।



বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST