রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পূর্বাহ্ন
প্রাথমিকের ক্লাস চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
-
প্রকাশের সময়
শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
-
২৭৯
বার পড়েছে
:নিউজ ইডিটর :মোঃ লিমন তোকদার।
প্রকাশিত সময় :-শনিবার, ১৮ ডিসেম্বর,২০২১★
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চালবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। এর আগে আগামীকাল রবিবার থেকে বার্ষিক শীতকালীন ছুটি শুরু হবার কথা ছিল। এর একদিন আগে শনিবার প্রাথমিকের বিভাগীয় উপ-পরিচালকরা প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছেন ক্লাস যেতে। তিনি বলেন, যেহেতু এ বিষয়ে একটি বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই এখনই আমরা একটি সার্কুলার জারি করছি। ২৩ ডিসেম্বর পর্যন্ত ক্লাস চলবে। ২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি থাকবে।
বিডি//নিজস্ব,প্রতিবেদক,নিউজ,পোর্টাল,তোকদারনিউজ.কম এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্টযদি আপনাদেরপছন্দ হয়েথাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ও পেজেলাইক দিন।
বিডি//নিজস্বপ্রতিবেদকনিউজপোর্টালতোকদার, নিউজ.কম,এর,প্রকাশিত,প্রচারিত,কোনো,সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট,কপিরাইট,আইনে,পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply