1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

না জানিয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে; প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ১৮৫ বার পড়েছে

বার্তা সম্পাদক:মোঃরফিকুল  ইসলাম লাভলু।



লালমনিরহাটের হাতীবান্ধায় প্রথম স্ত্রীকে না জানিয়ে স্বামীর দ্বিতীয় বিয়ে,অতপর প্রতিবাদ করায় হাসিনা বানু(৩৫)নামের এক গৃহবধূকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে পাষন্ড স্বামী দুলুর বিরুদ্ধে।ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

গত রবিবার(১৩মার্চ)রাতে উপজেলার বড়খাতা এলাকায় এ ঘটনাটি ঘটে।এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওই গৃহবধূ।

অভিযুক্ত দুলু উপজেলার বড়খাতা এলাকার আব্দুল আজিজের ছেলে।আহত ওই গৃহবধূ রংপুর পীরগাছার ফকিরা পাড়ার নুর মোহাম্মদের মেয়ে।

জানা গেছে,প্রায় ১৪বছর আছে দুলুর সাথে বিয়ে হয় হাসিনা বানুর।তাদের ১২বছর বয়সের শাহিদা খাতুন নামে ৪র্থ শ্রেনী পড়ুয়া একটি মেয়েও রয়েছে।হঠাতই গত রবিবার রাতে সুমি নামের একটি মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে দুলু।না জানিয়ে বিয়ে করার কারন জানতে চায় হাসিনা এবং এ নিয়ে তাদের দুজনের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়।এর এক পর্যায়ে দুলু ক্ষিপ্ত হয়ে হাসিনাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ঘরে আটকিয়ে রাখে।এমনকি রাতভর চলে নির্যাতন বলে জানান ওই গৃহবধূ।পরে সোমবার সকালে স্থানীয়দের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ভর্তি হন হাসিনা।

সোমবার ১৪ মার্চ দুপুরে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়,ভুক্তভোগী হাসিনা হাসপাতালের বেডে শুয়ে ব্যাথার যন্ত্রনায় কাতরাচ্ছে।হাসিনার মুখে,গলায় ও তার নিচের অংশে আঘাতের লালচে দাগ।আর তার পাশে বসে কাঁদছে ৪র্থ শ্রেনী পড়ুয়া মেয়ে শাহিদা।এ সময় হাসিনা বানু বলেন,তার স্বামী তাকে না জানিয়ে বিয়ে করেন।তাই তিনি মানতে পারেননি।এ জন্য তার স্বামীর কাছে জানতে চান কেন তাকে না জানিয়ে বিয়ে করেন।

ফলে তাকে মারধর করা হয়।এমনকি ঘরে আটকিয়ে রেখে রাতভর চলে নির্যাতন।শুধু তাই নয় হত্যার জন্য গলা টিপেও ধরা হয়।পরে সকালে এসে হাসপাতালে ভর্তি হন।তিনি আরও বলেন, আমারতো এখানে কেউ নাই।তাই সুস্থ্য হয়ে তারপর থানায় গিয়ে লিখিত অভিযোগ দিবেন।আর এই ঘটনায় দুলুর কঠিন শাস্তির দাবি জানান তিনি।
মায়ের পাশে বসে থাকা মেয়ে শাহিদা বলেন,আমি ঘুমিয়ে ছিলাম।হঠাতই মায়ের চিৎকার শুনে উঠে দেখি মা মাটিতে পড়ে আছে।আর পাশেই বাবা আর একজন মেয়েকে নিয়ে দাড়িয়ে।আমি বেশ কয়েকবার মাকে ডাকলেও কিছু বলতে পারেনা।

প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর।

পরে সকালে প্রতিবেশী এক চাচার সহযোগীতায় মাকে হাসপাতালে নিয়ে আসি বলেই কান্নায় ভেঙ্গে পড়েন শাহিদা।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত দুলু দ্বিতীয় বিয়ে ও স্ত্রী হাসিনা বানুকে মারধরের কথা স্বীকার করে বলেন,আমি বিয়ে করে বাড়িতে যাই স্ত্রীর সাথে সমঝোতা করার জন্য।কিন্ত সে আমার কোন কথা না শুনে আমাকে মারতে এগিয়ে আসে।তাই আমি তাকে রাগের মাথায় মারধর করি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন,ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করানো হয়েছে।এখন তাকে প্রয়োজনীয় সব চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)এরশাদুল আলম বলেন,গৃহবধূকে মারধরের ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।এছাড়া ওই গৃহবধূর খোঁজ খবর নিতে হাসপাতালে পুলিশ পাঠাচ্ছি।

বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্টও পোস্ট যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই লিংকটি আপনার গুরুপে শেয়ার করুন ওপেজে লাইক দিন।
বিডি//নিজস্ব প্রতিবেদক নিউজ পোর্টাল তোকদার নিউজ.কম এর প্রকাশিত,প্রচারিত,কোনো সংবাদ,তথ্য,ছবি,আলোকচিত্র,রেখাচিত্র,ভিডিওচিত্র,অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST