শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১২ পূর্বাহ্ন
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা আরো ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার।
-
প্রকাশের সময়
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
-
১৯৪
বার পড়েছে

খালেদা জিয়ার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন এ তথ্যনিশ্চিত করেছেন।
৫ম দফায় সাজা স্থগিত হওয়ায় দুর্নীতির দুই মামলায় ১৭বছরের সাজা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী আগামী ২৫সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন কারাগারের বাইরে।সর্বশেষ গত সেপ্টেম্বরে তার দণ্ডের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত দেয় সরকার।সেই মেয়াদ ২৪মার্চ শেষ হবে।
দুর্নীতির দুই মামলায় ১৭বছর দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুই বছরের বেশি সময় কারাভোগের পর করোনাভাইরাস মহামারীর মধ্যে সরকারের নির্বাহী আদেশে ২০২০সালের ২৫মার্চ শর্তসাপেক্ষে ৬মাসের জন্য মুক্তি পান।ফৌজদারি কার্যবিধিতে এ সাজাস্থগিত দেখিয়ে এরআগে মোট ৪দফায় মুক্তির মেয়াদ বাড়িয়েছে সরকার।
শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply