শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:০০ পূর্বাহ্ন
ঢাকাসহ চার অঞ্চলে শিলাবৃষ্টি ও একইসঙ্গে ঝড়ো হাওয়াও বয়েযেতে পারে।
-
প্রকাশের সময়
শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
-
২২৯
বার পড়েছে

বৃহস্পতিবার(২৪মার্চ)রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদ মো:আব্দুল হামিদ মিয়া বাংলানিউজকে জানান,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ অবস্থায় শুক্রবার(২৫মার্চ)সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা ও ঢাকা অঞ্চলসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে,রাজশাহী ও পাবনা জেলাগুলোর উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় দক্ষিণ-পশ্চিম/দক্ষিণ দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২কিলোমিটার।
শনিবার(২৬মার্চ)নাগাদ বৃষ্টি/বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৭দশমিক ৮ডিগ্রি সেলসিয়াস।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩দশমিক ৭ডিগ্রি সেলসিয়াস।আর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ১০মিলিমিটার।
শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply