1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংকের চাকরির লিখিত পরীক্ষায় এগিয়ে থাকতে চাইলে কি করবে খবরটি পরুন।

  • প্রকাশের সময় শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ১৮১ বার পড়েছে

tokdernews

News

নিউজএডিটর:লিমন তোকদার।

ব্যাংকের চাকরির মৌখিক পরীক্ষায় ডাক পেতে বা চূড়ান্ত মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকতে গুরুত্বপূর্ণ ধাপ লিখিত পরীক্ষা।প্রিলিমিনারি পরীক্ষার নম্বর যেহেতু যোগ হয় না,তাই লিখিত পর্বটি সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড।২ঘণ্টায় ২০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হয়।লিখিত পরীক্ষায় যত ভালো করবেন,ততই এগিয়ে থাকবেন।

ছবি:লেখা:নাজমুল হুদা,উপপরিচালক,বাংলাদেশ ব্যাংক থেকে।

অনুবাদ দিয়ে শুরু করতে পারেন।বাংলা-ইংরেজি মিলে সাধারণত দুটো অনুবাদ করতে হয়।উভয়মুখী অনুবাদের ক্ষেত্রে নম্বর সমান,লেখা কম।তাই যতটা সম্ভব সহজ শব্দে স্পষ্ট অক্ষরে লেখা যায়,ততই ভালো।অনুবাদ যতটা সম্ভব নান্দনিক ও হৃদয়গ্রাহী করে উপস্থাপন করার চেষ্টা করতে হবে।তবে সময়ের দিকে খেয়াল রাখুন।অনুবাদের জন্য ৩০থেকে ৩৫মিনিটের বেশি সময় ব্যয় করা ঠিক হবে না।অনুবাদে পারদর্শিতা নির্ভর করে দীর্ঘমেয়াদি অনুশীলনের ওপর।অনুবাদের জন্য এখন আর বাড়তি বই না পড়লেও চলবে।বিভিন্ন ব্যাংক নিয়োগ পরীক্ষার বিগত সালে আসা অনুবাদগুলো অনুশীলন করতে পারেন।নিয়মিত বাংলা ও ইংরেজি পত্রিকা বা সাময়িকীর সম্পাদকীয় কলাম,ফিচার,সংবাদ পড়ার অভ্যাস থাকলে অনুবাদে কাজে দেয়।

বিজ্ঞাপন:-

https://tokdernews.com/copy/wp-content/uploads/2022/03/4033311745053175823-1.gif

লিখিত পরীক্ষায় বিশদভাবে নিবন্ধ লিখতে হয়‘ফোকাস রাইটিং’অংশে।বাংলা ও ইংরেজিতে দুটি নির্ধারিত বিষয়ের ওপর নিবন্ধ লিখতে হয়।এ অংশে সাধারণত দুটি মিলিয়ে ৬০নম্বর বরাদ্দ থাকে।অনেক সময় কিছু শর্ট নোটও লিখতে হতেপারে৩-৪পৃষ্ঠার মধ্যে গড়পড়তা লিখে মোটামুটি নম্বর পাওয়া যায়।তবে ভালো নম্বর পেতে বিষয়ভিত্তিক বিশ্লেষণসহ তুলনামূলক তথ্যগুলো টেবিল,ছক বা গ্রাফ আকারে উপস্থাপন করতে হবে।এ জন্য সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয়সহ আর্থিক খাতের বেসিক সূচক,উন্নয়নের চালচিত্র জেনে যেতে হবে।

বিশেষ করে কোভিড-১৯পরিস্থিতিতে বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ঘোষণাসহ কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগ-নীতি;ই-কমার্সের উত্থান,সম্ভাবনা ও চ্যালেঞ্জ;স্বাধীনতার ৫০বছরে দেশের ব্যাংকিং খাতের বিকাশ,অর্জন ও উন্নয়ন:উন্নত রাষ্ট্রের রূপরেখা-ভিশন২০৪১,পদ্মা সেতু,মেট্রোরেল,পায়রা বন্দর,পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ মেগা প্রকল্পগুলো,টেকসই উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি,রোহিঙ্গা সংকট ও কূটনৈতিক তৎপরতা,রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের অর্থনৈতিক প্রভাব-বৈশ্বিক প্রেক্ষাপটসহ সাম্প্রতিক বিষয়গুলো বিশদভাবে পড়ে নিতে পারেন।

প্রয়োজনে টপিক ধরে গুগলে সার্চ দিয়ে সংশ্লিষ্ট কলাম,নিবন্ধ বা গবেষণাপত্র একসঙ্গে আলাদা একটা ফোল্ডারে জমা করে রাখুন।প্রতিদিন সময় করে নিয়মিত চোখ বুলিয়ে নিতে পারেন।আলাদা একটা পৃষ্ঠায় গুরুত্বপূর্ণ তথ্য যেমন রেমিট্যান্স,রপ্তানি আয়,বৈদেশিক রিজার্ভ,তুলনামূলক দারিদ্র্য হ্রাস,বার্ষিক প্রবৃদ্ধি(জিডিপি)ও মাথাপিছু আয় বৃদ্ধি ছক আকারে টুকে রাখতে পারেন।টপিক ধরে এভাবে কিছুদিন অনুশীলন করলে ফোকাস রাইটিংয়ে যেকোনো বিষয়ে বাংলা বা ইংরেজিতে সহজেই লিখে আসতে পারবেন।

ব্যাংকের নিয়োগ পরীক্ষায় গণিত একটি গুরুত্বপূর্ণ অংশ।এখানে সাধারণত ৫০-৭০নম্বর বরাদ্দ থাকে।অঙ্কে ৫০নম্বরের প্রশ্ন করা হয়।সাধারণত পাঁচটা,অনেক সময় সংক্ষিপ্ত সাতটা অঙ্কও দেওয়া হয়।সাত–পাঁচ যা-ই হোক,মাথা ঠান্ডা রেখে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করতে না পারলে জানা বিষয়েও গুবলেট পাকিয়ে যেতে পারে।এ জন্য সর্বোচ্চ৪০-৪৫মিনিট বরাদ্দ রাখুন গণিতে।যাঁদের গণিতে পারদর্শী,তাঁরা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন।বিভিন্ন বই থেকে আগের বছরের প্রশ্ন ধরে এ কটি দিন আরেকবার অনুশীলন করতে পারলে ভালো।বিশেষ করে যেসব অধ্যায় থেকে নিয়মিত অংশ আসে,সেগুলোতে বাড়তি সময় দিন।তবে পরীক্ষার আগের মুহূর্তে কোনোভাবেই বাড়তি চাপ নেওয়া যাবে না।এতে হিতে বিপরীত হতে পারে।প্যাসেজ থেকে উত্তর করার জন্য এখন আর আলাদা করে সময় না দিলেও চলবে।লিখিত পরীক্ষার অন্যান্য বিষয় নিয়ে যাঁরা দীর্ঘদিন ঘাঁটাঘাঁটি করছেন,এমনিতেই প্যাসেজে ভালো করবেন। শুধু সময়টার দিকে খেয়াল রাখবেন।অনেকে এ অংশ শেষের দিকে উত্তর দেওয়া শুরু করেন।এতে অনেক সময় পুরো প্যাসেজ ঠিকমতো পড়া হয়ে ওঠে না।উত্তর খুঁজে পেতে সমস্যা হয়।এ জন্য আগে প্রশ্নগুলো দেখে নিতে পারেন।এতে প্যাসেজ পড়ে উত্তর খুঁজে পাওয়া সহজ।প্রশ্নের সূত্র ধরে হুবহু উত্তর না পেলেও ছেড়ে আসবেন না।তবে প্যাসেজে দেওয়া কোনো শব্দ হুবহু না তুলে দিয়ে প্রতিশব্দ ব্যবহারের চেষ্টা করবেন। গ্রহণযোগ্যতা বাড়বে।কিছু নম্বর তো যোগ হবে।এ অংশে সাধারণত পাঁচটি প্রশ্নের জন্য ২০নম্বর বরাদ্দ থাকে।

লিখিত পরীক্ষার ক্ষেত্রে অনেক সময়১৫-২০নম্বরের‘বিজনেস লেটার’‘অ্যামপ্লিফিকেশন’কিংবা‘অ্যানালিটিক্যাল’ধাঁচের কিছু লিখতে হয়।বিভিন্ন সালের প্রশ্নপত্র দেখে ‘বিজনেস লেটার’ ধরনগুলো জেনে নিয়ে কয়েক দিন খাতায় লিখে অনুশীলন করতে পারেন।বিশেষ করে সংবাদপত্রে প্রতিবেদন লেখা,দ্বিপক্ষীয় চুক্তির খসড়া তৈরি,ব্যাংক থেকে কোনো ব্যক্তি,প্রতিষ্ঠান বা কেন্দ্রীয় ব্যাংকে চিঠি লেখার ফরম্যাটগুলো জেনে নিন।অ্যামপ্লিফিকেশন কিংবা অ্যানালাটিক্যাল অংশে ভালো করার জন্য তাৎক্ষণিক বুদ্ধিমত্তা বা আগের পড়ার অভ্যাস কাজে দেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST