1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগাছা স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল:খুঁশি পীরগাছাবাসী।

  • প্রকাশের সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ২১৮ বার পড়েছে

News

নিউজএডিটর:লিমন তোকদার।

নুপুর আক্তারের দাম্পত্য জীবনের প্রথম সন্তান প্রসবে বাড়ির সকলেই খুশি।কিন্তু সন্তান প্রসবের দিনক্ষণ পেরিয়ে ১২দিন অতিবাহিত হলেও যখন স্ত্রীর প্রসব বেদনা না ওঠায় তখন উদ্বেগ-উৎকণ্ঠায় পড়েন বেকার স্বামী রুবেল মিয়া।আর তখনই বাড়ির পাশের কমিউনিটি হেলথ কেয়ার কর্মী রাশেদা বেগমের পরামর্শে পীরাগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।পরে চিকিৎসকদের পরামর্শ ও তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেন নুপুর আক্তার(১৮)।এভাবেই নতুন দিগন্তের দ্বার উম্মোচন করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশনের উদ্বোধন করা হয়।
রোববার সকাল ১০টায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে সফল সিজারিয়ানে খুশি ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীরাও।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা’র ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার চালু এবং সিজারিয়ান সেকশনে সফল অপারেশনে খুশি পীরগাছাবাসীও।গতকাল রোববার সকালে সফল সিজারিয়ানের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে প্রথম রমজানে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,স্বাস্থ্য কেন্দ্রে সিজারিয়ান অপারেশন এই প্রথম সফল।

অপারেশনের সামগ্রীক দায়িত্ব পালন করেন কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ ও রংপুর মেডিকেল কলেজ হাসাপতালের কনসালটেন্ট(এ্যানেসথেসিয়া,আইসিইউ ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ)ডাঃমুহতাসিম মেহেদী মাসুম,মেডিকেল অফিসার,ডাঃসামিহা শশী,ওটি ইনচার্জ ও নার্সিং কর্মকর্তারা।বর্তমানে মা ও ছেলে সুস্থ্য রয়েছে।
কনসালটেন্ট(গাইনোকোলজি)ডাঃনুসরাত হোসেন লাজ বলেন,উপজেলা পর্যায়ে এ ধরনের অপারেশনে খরচ কম।কিন্তু সার্জিক্যাল যন্ত্রপাতির পাওয়া যায় না।এ রোগীর ক্ষেত্রে আমরা নিজের অর্থে সার্জিক্যাল যন্ত্রপাতি রংপুর থেকে সংগ্রহ করি।
উপজেলার কিসামত ঝিনিয়া গ্রামের বাসিন্দা নুপুর আক্তারের স্বামী রুবেল মিয়া বলেন,আমি বেকার টিউশনি করে সংসার চালাই।এ রকম সমস্যায় পীরগাছা হাসপাতালের ডাক্তাররা আমার স্ত্রীর সফল অপারেশনের মাধ্যমে আমার স্ত্রীর ছেলে সন্তান জন্ম হয়েছে।এতে আমি খুব খুশি।আমি হাসপাতালের সকল ডাক্তার,নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:কানিজ সাবিহা বলেন,হাসপাতালে অপারেশন করতে প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতির দরকার।আমাদের এখানে নেই।তবুও আমরা চেষ্টা করছি প্রতি সপ্তাহে এ ধরনের রোগীদের অপারেশন করতে।

দৈনিক তোকদার নিউজ ডট কম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST