1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

হাতীবান্ধা মহাসড়কে চাঁদাবাজি বন্ধেমাঠে হাইওয়ে পুলিশ।

  • প্রকাশের সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ১৮৬ বার পড়েছে

News

নিউজএডিটর:লিমন তোকদার।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে হাইওয়ে পুলিশ।পাশাপাশি মহাসড়কে যানযট মুক্ত ও শৃঙ্খলা ফেরাতে তৎপর হয়েছেন হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,মহাসড়কে চাঁদাবাজি বন্ধেমাঠে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।

শুক্রবার(৮এপ্রিল)সকাল দশটার দিকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হাতীবান্ধা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুল হাকিম আজাদ জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে মহাসড়কে বিভিন্ন গাড়ির কাছ থেকে চাঁদাবাজি করে আসছে বলে আমরা জানতে পেয়েছি।প্রতিনিয়ত চাঁদাবাজির কারণে যান চালক ও মালিকরা অতিষ্ঠ হয়ে পড়েছেন।ওই চক্রের চাঁদাবাজি বন্ধে তাদের আইনের আওতায় আনতে মাঠে নেমেছে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।
জানা গেছে,পবিত্র রমজান ও আসন্ন ঈদকে ঘিরে মহাসড়কে পণ্যবাহী গাড়ির কাছ থেকে একটি চক্র চাঁদাবাজি করে যাচ্ছে।চাঁদাবাজি বন্ধ করতে মাঠে ফের তৎপর হয়েছেন হাইওয়ে পুলিশ।পাশাপাশি আসন্ন ঈদে সাধারণ মানুষ যানযট মুক্ত সড়কে চলাফেরা করতে পারে সে লক্ষে কাজ করে যাচ্ছে।এ ছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হাতীবান্ধা হাইওয়ে পুলিশের উদ্যোগে সাধারণ যাত্রী ও চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করাসহ হাইকোর্টের নির্দেশ বাস্তবায়নে মহাসড়কে কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
ওসি আরও বলেন,মহাসড়কে অবৈধ যানবাহন,বেপরোয়া গতিতে গাড়ি চালানো,হেলমেট বিহীন মোটরসাইকেল চলানো ও গাড়ির লাইসেন্স না থাকার অপরাধে বিভিন্ন ট্রাক,মাইক্রোবাস,সিএনজি ও মোটরসাইকেল চালককে রাজস্ব আদায়ের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য কাজ করে যাচ্ছে হাতীবান্ধা হাইওয়ে পুলিশ।
চাঁদাবাজি বন্ধসহ গাড়ির চালকদের আইনের আওতায় আনতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওসি।এ ছাড়া সড়ক দুর্ঘটনা এড়াতে পথচারীদের নিজ নিজ অবস্থান থেকে সতর্ক হওয়ার আহবান জানান তিনি।
এসময় ওসি আব্দুল হাকিম আজাদ আরও বলেন,কোন পুলিশ সদস্য বা কোন সংগঠন কর্তৃক যদি রাস্তায় কোন ধরনের চাঁদাবাজি করা হয়,তাহলে কাউকে ছাড় দেয়া হবে না।ঈদের ছুটিতে ঢাকা থেকে মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে,সে বিষয়ে মহাসড়কে আমরা সদা প্রস্তুত থাকবো।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST