1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত

লালমনিরহাট আদিতমারী থানার উদ্দোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হন।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২৪ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কমএর প্রতিবেদক।

লালমনিরহাট আদিতমারী থানার উদ্দোগে যৌতুক,বাল্য বিবাহ,মাদক,জুয়া ও সার্বিক আইন শৃংখলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার(১১এপ্রিল)দুপুরে থানা চত্বরে আয়োজিত ওসি মোকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।
উন্মক্ত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া,আদিতমারী থানার ওসি তদন্ত মোজাম্মেল হক,ট্রাফিক ইন্সপেক্টর কাদের মিয়া,ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদু,কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতিসহ উপজেলার আট ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক,সমাজকর্মী,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যাবসায়ী,কৃষক,মসজিদের ঈমাম,মন্দিরের পূজারি,অবসরপ্রাপ্ত চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আশির দশক আর এখন এক নয়।আমি গ্রামের সন্তান তাই দেখেছি আশির দশকে গ্রামাঞ্চলে এসপি,ওসিকে কখনো মানুষ দেখতে পেতোনা।এমনকি পুলিশ যাতো মার্ডার বা বড় ঘটনা ঘটলে।তখন পুরো এলাকার লোক ছুটে যাইতো পুলিশ দেখতে।আর এখন প্রত্যেক ইউনিয়নে পুলিশ অফিসার থাকছেন।এসপি,ওসিরাও এখন গ্রামে গঞ্জে গিয়ে মাঠ পর্যায়ে মানুষজনের সাথে কথা বলেন।মতবিনিময় করে খোলামেলা কথা বলেন।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,লালমনিরহাট আদিতমারীথানার উদ্দোগে:যৌতুক,বাল্যবিবাহ,মাদক,জুয়াও সার্বিকআইন শৃংখলাবিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

থানায় এসে মানুষ সেবা নিবে।কোনভাবেই হয়রানির শিকার যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।দ্রুত সময়ে যাতে সবাই পুলিশের সাহায্য পায় সেজন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি।পুলিশ,জনগণ মিলেমিশে থেকে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অটুট রাখতে হবে।শুধু পুলিশ চাইলেই হবেনা,আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।আমাদেরকে তথ্য দিবেন আমরা ব্যবস্থা নিবো।মাদকসহ সকল অপকর্ম রুখতে সকলের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন,মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু রয়েছে।প্রত্যেকটি ইউনিয়নে বিট অফিসার আছেন।যে কেউ চাইলেই সেই বিট অফিসারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে সেবা নিতে পারে।উপর মহলে জানানোর প্রয়োজন পরেনা।দ্রুত সময়ের মধ্যেই পুলিশের সেবা পাওয়া যায়।
এছাড়াও আসন্ন ঈদকে ঘিরে চুরি,ছিনতাই রোধ ও জানজট নিরসনে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হয়।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST