1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৬:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

লালমনিরহাট আদিতমারী থানার উদ্দোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হন।

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ২২৮ বার পড়েছে

News

দৈনিক তোকদার নিউজ ডট কমএর প্রতিবেদক।

লালমনিরহাট আদিতমারী থানার উদ্দোগে যৌতুক,বাল্য বিবাহ,মাদক,জুয়া ও সার্বিক আইন শৃংখলা বিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সোমবার(১১এপ্রিল)দুপুরে থানা চত্বরে আয়োজিত ওসি মোকতারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম।
উন্মক্ত আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন,অনুষ্ঠানে আদিতমারী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মোল্লা,বীর মুক্তিযোদ্ধা আজিম মিয়া,আদিতমারী থানার ওসি তদন্ত মোজাম্মেল হক,ট্রাফিক ইন্সপেক্টর কাদের মিয়া,ভাদাই ইউনিয়নের চেয়ারম্যান কৃষ্ণ কান্ত বিদু,কমলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতিসহ উপজেলার আট ইউনিয়নের ইউপি সদস্য, শিক্ষক,সমাজকর্মী,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ,ব্যাবসায়ী,কৃষক,মসজিদের ঈমাম,মন্দিরের পূজারি,অবসরপ্রাপ্ত চাকুরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন,আশির দশক আর এখন এক নয়।আমি গ্রামের সন্তান তাই দেখেছি আশির দশকে গ্রামাঞ্চলে এসপি,ওসিকে কখনো মানুষ দেখতে পেতোনা।এমনকি পুলিশ যাতো মার্ডার বা বড় ঘটনা ঘটলে।তখন পুরো এলাকার লোক ছুটে যাইতো পুলিশ দেখতে।আর এখন প্রত্যেক ইউনিয়নে পুলিশ অফিসার থাকছেন।এসপি,ওসিরাও এখন গ্রামে গঞ্জে গিয়ে মাঠ পর্যায়ে মানুষজনের সাথে কথা বলেন।মতবিনিময় করে খোলামেলা কথা বলেন।

ছবি:দৈনিক তোকদার নিউজ.কমথেকে,লালমনিরহাট আদিতমারীথানার উদ্দোগে:যৌতুক,বাল্যবিবাহ,মাদক,জুয়াও সার্বিকআইন শৃংখলাবিষয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

থানায় এসে মানুষ সেবা নিবে।কোনভাবেই হয়রানির শিকার যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখছি।দ্রুত সময়ে যাতে সবাই পুলিশের সাহায্য পায় সেজন্য আমরা নির্দেশ দিয়ে রেখেছি।পুলিশ,জনগণ মিলেমিশে থেকে সমাজের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অটুট রাখতে হবে।শুধু পুলিশ চাইলেই হবেনা,আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।আমাদেরকে তথ্য দিবেন আমরা ব্যবস্থা নিবো।মাদকসহ সকল অপকর্ম রুখতে সকলের সহযোগিতা চাই।
তিনি আরও বলেন,মানুষের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দিতে বিট পুলিশিং চালু রয়েছে।প্রত্যেকটি ইউনিয়নে বিট অফিসার আছেন।যে কেউ চাইলেই সেই বিট অফিসারের সাথে তাৎক্ষণিক যোগাযোগ করে সেবা নিতে পারে।উপর মহলে জানানোর প্রয়োজন পরেনা।দ্রুত সময়ের মধ্যেই পুলিশের সেবা পাওয়া যায়।
এছাড়াও আসন্ন ঈদকে ঘিরে চুরি,ছিনতাই রোধ ও জানজট নিরসনে পুলিশের কার্যক্রম আরও বৃদ্ধি করার দিকে জোর দেওয়া হয়।

দৈনিক তোকদার নিউজ ডট কম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST