1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান

১৭ জনের কারাদণ্ড খুলনায় স্কুলছাত্র হত্যায়

  • প্রকাশের সময় মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২১১ বার পড়েছে
News খুলনা প্রতিনিধি :-

খুলনায় স্কুলছাত্র ফাহমিদ তানভীর রাজিন হত্যা মামলায় ১৭আসামির প্রত্যেককে সাত বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক আব্দুস সালাম খান এ রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় ১৭আসামির সবাই আদালতে উপস্থিত ছিলেন। এদের মধ্যে অপ্রাপ্ত বয়স্কদের শিশু সংশোধনাগারে পাঠানো হয়েছে।সাজাপ্রাপ্ত আসামিরা হলেন মঞ্জুরুল ইসলাম ওরফে সাব্বির হাওলাদার (১৬),বিএম মাজিব হাসান রয়েল(১২),শাহারিয়ার জামান তুর্য্য(১৭),রিয়ান শেখ ওরফে রেফাত(১২),ফাহিম ইসলাম মনি(১৪),সানি ইসলাম ওরফে আপন(১৩),জিসান খান(১৫),তারিন হাসান ওরফে রিজভী(১৩),শাকিব খান শিমুল(১৭),অন্তর কুসার দাস(১৫),মোঃ হাকিম(১৭),সৈকত(১৬),শেখ সাকিব(১৭),আসিফ প্রান্ত আলিফ(১৫),শেখ তামিম(১৬),সাকরান সালেহ ওরফে মিতুল(১২)এবং মোস্তফিজুর রহমান নাঈম(১৪)।আদালত সূত্র জানায়,২০১৮সালের ২০জানুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে কনসার্ট দেখার জন্য খুলনা পাবলিক কলেজের উদ্দেশে রওনা হয় রাজিন।

রাতে অনুষ্ঠানস্থলে বসাকে কেন্দ্র করে আসামি তামিমের সাথে রাজিনের হাতাহাতি হয়।রাত ৯টার দিকে তারা রাজিনকে অনুষ্ঠানের মঞ্চের পেছনে নিয়ে চড় থাপ্পড় মারতে থাকে।একপর্যায়ে সাব্বির বলে,আমার কাছে চাকু আছে।অনেকদিন চাকুটি রক্ত খায় না।মামলার অন্য আসামিরা রাজিনের হাত চেপে ধরে।আর সাব্বির চাকুটি রাজিনের পেটে ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।এরপর আসামিরা পালিয়ে যায়।আহত অবস্থায় রাজিনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এরপর নিহতের পিতা শেখ জাহাঙ্গীর আলম ৬জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০জনের বিরুদ্ধে নগরীর খালিশপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।একই বছরের ১৬ফেব্রুয়ারি খালিশপুর থানার এসআই মোঃমিজানুর রহমান ১৭জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।রায় ঘোষণার পর নিহত রাজিনের মা খুলনা পুলিশ লাইন স্কুলের শিক্ষিকা রেহানা খাতুন অসন্তোষ প্রকাশ করে বলেন, শিশু আইনে সর্বোচ্চ ১০বছরের সাজার কথা বলা হলেও আদালত সেটা না করে আসামিদের ৭বছরের কারাদণ্ড দিয়েছে।এ ছাড়া আসামিরা রায় ঘোষণার পর কাঠগড়ায় দাঁড়িয়ে সাজা শেষে কারাগার থেকে বেরিয়ে তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST