1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
গাছবাড়ী-হরিপুর সড়কের সংস্কার কাজ নিজ অর্থায়নে শুরু করেছেন মামুনুর রশীদ চাকসু সিলেট-০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে বিএনপির প্রচার-প্রচারনায় রয়েছেন ডজন খানেক প্রার্থী কানাইঘাটে ফেসবুকে জুলাই বিপ্লব নিয়ে কটুক্তি করায় ছাত্রলীগ নেতা রাদিম গ্রেফতার কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের কমিটি গঠন, বুলবুল সভাপতি-নাজমুল সম্পাদক সিলেটের জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে ১৮টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন মেঘালয় টি এস্টেটের ইজারা বাতিল করে স্থানীয়দের নামে বন্দবস্ত প্রদানের দাবীতে মানববন্ধন জৈন্তাপুরে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পালন জকিগঞ্জে বর-কনের গাড়ির ধা’ক্কা’য় অটোরিকশা চালক নি*হ*ত: শিশুসহ ৩ জনের অবস্থা আ_শ-ঙ্কা_জনক সিলেটের বিভিন্ন পর্যটন এলাকায় পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম উন্নয়নে পরিকল্পনা প্রণয়ন করা হবে সুরমা-কুশিয়ারা নদীর ভাঙ্গনে মারাত্মক ক্ষতিগ্রস্থ জকিগঞ্জবাসী, এবার দাবী আদায়ে সোচ্চার

ভুক্তভোগী কৃষকেরা ফসলি জমি বেদখল করায় ক্ষতিপূরণের দাবি

  • প্রকাশের সময় বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৮৫ বার পড়েছে
News দিনাজপুর প্রতিনিধি :-


কৃষি ও কৃষকদের উন্নয়নে সরকার সারাদেশের নদীগুলোর খনন কাজ শুরু করছে।এরই অংশ হিসেবে দিনাজপুরের বেশকিছু নদীতেও ইতিমধ্যেই শুরু হয়েছে নদী খনন কার্য্যক্রম।ফলে নদীর খনন কাজে দু‘ধারের জমির আবাদ নষ্ট ও কৃষকের জমি দখল করে বালুর স্তুপ করায় ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকরা।দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের অধীনে সদর উপজেলার নদীগুলোর খনন কাজ প্রায় শেষের দিকে।কিন্তু খনন করার সময় গর্ভেশ্বরী নদীর উভয় ধারে কৃষি জমির ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে,অভিযোগ স্থানীয় কৃষকদের।সদর উপজেলার সুন্দরবন ইউনিয়নের ভুক্তভোগী কৃষকেরা ফসল নষ্ট করাসহ রেকর্ড ও দলিলিও সম্পত্তি হতে কৃষকদের বেদখল করায় ক্ষতিপূরণের দাবি জানিয়ে ইতি মধ্যে জেলা প্রশাসক বরাবর একটি আবেদনও করেছেন তারা।তবে সচেতন মহল বলছেন,আমাদের জীবদ্দশায় নদীখননের মতো উন্নয়ন কার্যক্রম পাইনি।যা বর্তমান আওয়ামী সরকার করছে। এজন্য তারা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।স্থানীয় কৃষকেরা আরও জানান,একটি ভালো কাজ করতে গেলে কিছু সমস্যায় পড়তে হয়।সমস্যাটা হলো,গর্ভেশ্বরী নদীর উভয় ধারে আমাদের আবাদি জমি আছে।নদীটি খনন করার সময় আমাদের জমিতে থাকা ফসল নষ্ট করা হয়।সাথে রেকর্ডভুক্ত ও দলিলিও সম্পত্তি থেকে কৃষকদের বেদখল করা হয়।অবশিষ্ট যে জমিটুকু ছিল তাতে বালুর স্তুপ করে রাখা হয়েছে।এতে চাষাবাদ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থরা।সুন্দরবন ইউনিয়নের কালিকাপুর গ্রামের কৃষক ডা.আব্দুস সোবহান জানান,গর্ভেশ্বরী নদীর খনন করার সময় নকশা মানা হয় নাই।আবার নতুনভাবে খাল খনন করা হলেও কৃষকের জমি অধিগ্রহণ করা হয় নাই।এক্ষেত্রে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি,এমনকি ক্ষতিপুরও দেওয়া হয়নি। আর তাই জমিতে ফসল আবাদে অতিদ্রুত বালু আর মাটিগুলো সরানোর ব্যবস্থা করুন নইলে আমাদের দায়িত্ব দেন,আমরা তা সরিয়ে ফেলি।নতুবা ক্ষতিপুরণের ব্যবস্থা করে দেন বলে জানান তিনি।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মর্তুজা আল-মুঈদ জানান,সরকারিভাবে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরণের কোন নির্দেশনা দেয়া নেই।তবে আসল ক্ষতিগ্রস্থদের হিসাবের আওতায় এনে ঠিকাদারের মাধ্যমে কিছু ক্ষতিপুরণ দেয়া যেতে পারে বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST