সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন
পীরগাছায় ৯নং কান্দি ইউনিয়নে অটো চুরি করতে গিয়ে দুজন আটক
-
প্রকাশের সময়
শুক্রবার, ১ জুলাই, ২০২২
-
২৩০
বার পড়েছে

★দৈনিক তোকদার নিউজ পোটাল থেকে,মোঃরফিকুল ইসলাম লাভলু,বিভাগীয় প্রতিনিধিঃ-
রংপুর জেলাধিন পীরগাছা ৯নং কান্দি ইউনিয়নে অটো চুরি করতে গিয়ে দুজন আটক।

জানা যায় মো: আব্দুল বক্কর মিয়ার, তার নিজ বাড়ির সামনে অটো ভ্যান রেখে জুম্মার নামাজ পড়ার জন্য মসজিদে যায় আর এই সময় চোরেরা উক্ত অটো ভ্যানটি নিয়ে একজন পালিয়ে যায়, আর আরেকজনকে এলাকাবাসি আটকে দেয়, পরে তার মুখথেকে অন্য জনকার নাম শোনা যায়, পরে ওর মোবাইল ফোন থেকে যে অটো ভ্যানটি নিয়ে যাচ্ছিল ফোন করে তাকেও আটকিয়ে দেওয়া হয়,পরে ইউনিয়নেয় চেয়ারম্যান সাহেব এসে ওসি সাহেবের সঙ্গে মুঠোফোনের মাধ্যমে কথা বলে পরে ওসি ফোর্স পাঠিয়ে চোর সহ অটো ভ্যানটি নিয়ে ও বাদি কে থানায় নিয়ে যাওয়া হয়।
পরে বাদি থানায় গিয়ে একটি মামলা করে আসে।

শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply