শনিবার, ২৪ মে ২০২৫, ০৮:৪৪ অপরাহ্ন
ঝুলন্ত মরদেহ উদ্ধার
-
প্রকাশের সময়
শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
-
১৬০
বার পড়েছে

অনলাইন ডেস্ক :-

লালমনিরহাটের সদর উপজেলায় শরিফুল ইসলাম নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জুলাই) সকালে ঐ উপজেলার ৫নং হারাটী ইউনিয়নের আমবাড়ি এলাকা থেকে ঝুলন্ত অবস্থা মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শরিফুল ইসলাম ঐ এলাকার সালাউদ্দিনের পুত্র। সে কুমিল্লার একটি পোল্ট্রি ফার্মে চাকরি করতো।
জানা গেছে,শুক্রবার সকাল ৯টার দিকে ঐ এলাকার সাজু নামে একজন ট্রাক্টরদিয়ে জমি চাষ করতে গিয়ে শরিফুলের ঝুলন্ত মরদেহ দেখে বাড়ীতে খবর দেয়।পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে জানালে তারা এসে স্থানীয় লোকদের সহায়তায় গাছ থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।তবে এটি হত্যা,নাকি আত্মহত্যা, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা এলাকাবাসীর।
নিহতের বড় ভাই শাকিল জানান,তার ছোট ভাই শরিফুল ইসলাম কুমিল্লায় একটি পোল্ট্রি ফার্মে চাকরি করে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা থেকে সে বাড়ীতে আসে। আসার কিছুক্ষণ পর বাড়ী থেকে বাহিরে চলে যায়।পরবর্তীতে তাকে ফোনে বাসায় আসার কথা বললে সে পরে আসবে বলে জানিয়ে দেয়।এরপর তাদের সাথে আর কোন কথা হয়নি।
লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার(এ-সার্কেল)মারুফা জামাল জানান,নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।তবে প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা সম্ভব নয়। আপাতত একটি ইউইডি মামলা করা হয়েছে।
শেয়ার করুন
এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো
প্রযুক্তি সহায়তায় BTMAXHOST
Leave a Reply