রংপুরের কাউনিয়ায় প্রেমিকের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষার্থীর সহপাঠি ও শিক্ষকরা বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলার বড়দরগাহ বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।নিহত শিক্ষার্থী সানজিদা আক্তার ইভা(১৬)পীরগাছা উপজেলার বড়দরগাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।এর আগে প্রেমিকের সাথে ঘুরতে বের হয়ে এলোপাতারী ছুরিকাঘাতে সানজিদা আক্তারের মৃুত্যর খবরে সকাল থেকেই তার বাড়িতে ভীড় জমান তার স্কুলের শিক্ষক ও সহপাঠিরা।দুপুর ১২টার দিকে স্থানীয় বড়দরগাহ বাজারে সানজিদা হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন সহপাঠি ও শিক্ষকরা।এসময় সাধারন মানুষও মিছিলে অংশ নেন।পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, সহকারি শিক্ষক কামরুজ্জামান,আবুল কালাম আজাদ,১০ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম,৯ম শ্রেণির শিক্ষার্থী সাদ্দাম হোসেন, আশিক,রুবিনা আক্তারসহ অনেকে।এসময় তারা দ্রুত সানজিদা হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃর্ষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এ ঘটনায় পুলিশ নিহত সানজিদার প্রেমিক পীরগাছা উপজেলার তালুক পশুয়া গ্রামের হোসাইন মিয়ার ছেলে ফাহিম সানি(২০)কে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন বলেন জানান কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোত্তাসের বিল্লাহ।
Leave a Reply