এম.আর রুবেল :
কিশোরগঞ্জের ভৈরবে সেভ দ্য টুমরোর আয়োজনে বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মাঝে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার(১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা বঙ্গবন্ধু হল রুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো.জুলহাস হোসেন সৌরভ।
সেভ দ্য টুমরোর সভাপতি রিয়া রায়ের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি হাজী আসমত কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ, পৌর যুবলীগ সভাপতি ইমরান হোসেন ইমন, লন্ডন প্রবাসী আব্দুল্লাহ আল মামুন, রক্ত সৈনিক সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল হক বাদল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেভ দ্য টুমরোর নির্বাহী পরিচালক শরীফ ওবায়েদুল্লাহ। সঞ্চালনায় ছিলেন উক্ত সংগঠনের সদস্য কাজী শফিকুল ইসলাম বিজয় ও সাব্বির হোসেন।
Leave a Reply