কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলায় সর্বজনীন ও ব্যক্তিগতভাবে ৪৪৬টি পূজা মন্ডপ তৈরী করা হচ্ছে।
রবিবার (১১সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ কালেক্টরেট সম্মেলন কক্ষে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আলম।
বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড. ভ‚পেন্দ্র ভৌমিক দোলন, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাড. ক্ষিতিশ দেবনাথ, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ.কে.এম শামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।
উল্লেখ্য এ বছর ১ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে ৫ দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ও ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে।
Leave a Reply