নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরবে একটি ইটবাহী ট্রাক্টরের নীচে চাপা পড়ে চয়ন (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় শহরের দড়িচন্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে। মুমুর্ষ অবস্থায় স্থানীয়রা চয়নকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। চয়ন ইতালী প্রবাসী আরমান মিয়ার ছেলে।
সে দড়িচন্ডিবের আদর্শ হাফিজিয়া মাদ্রার ৩য় শ্রেণীর (হেফজখানা) শিক্ষার্থী। ঘটনার পর ট্রাক্টর চালক সিপনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
স্থানীয়রা জানায়, চয়ন রাস্তা দিয়ে বাইসাইকেল চালিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাকে চাপা দিলে সে ঘটস্থলেই গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে আটককৃত ট্রাক্টর চালককে গ্রেফতার করে।
এ বিষয়ে ভৈরব থানার উপ-পরিদর্শক এস আই রিগান মোল্লা জানান পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply