1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ২৫ মে ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

কিশোরগঞ্জের তাড়াইলে ৮ বছর বয়সে কুরআনে হাফেয হলো ফুয়াদ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা সদরের উত্তরায় অবস্থিত দারুল কুরআন মাদরাসার মেধাবী ছাত্র আসীকুল ইসলাম ফুয়াদ। সে ৫৬৫ দিনে পবিত্র কুরআনের হিফয সম্পন্ন করেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৫টা ৪৬ মিনিটে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক এমদাদুল্লাহর নিকট হিফয জীবনের শেষ সবক শুনিয়ে ৮ বছর ২মাস ২৫ দিন বয়সে পবিত্র কুরআনের হাফেয হওয়ার গৌরব অর্জন করে ফুয়াদ।

দারুল কুরআনের ৭ম হাফেয হিসেবে লিপিবদ্ধ হলো তার নাম। ২০১৪ সালের ১৯ জুন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামে জন্ম গ্রহণ করে আসীকুল ইসলাম ফুয়াদ। তার পিতা মো. আমিনুল ইসলাম পেশায় একজন রিক্সা চালক। মাতা মোছা. রিপা আক্তার গৃহিণী।

২০১৮ সালের ১ জুলাই দারুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে ভর্তি হয়ে অক্ষর জ্ঞান অর্জনের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয়। ওই বছরের বার্ষিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অর্জন করে নুরানি দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হয়।

২০১৯ সালে দ্বিতীয় শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে ২০২০ সালে হিফয পড়ার উদ্দেশ্যে নাযেরা বিভাগে ভর্তি হয়। কিন্তু দুই মাস যেতে না যেতেই বৈশ্বিক মহামারি করোনার কারণে দীর্ঘ সময়ের জন্য মাদরাসা বন্ধ হয়ে যায়। তারপরও মাদরাসার তত্ত্বাবধানে পরিচালক ও শিক্ষকদের প্রচেষ্টায় ছুটিকালীন ওই সময়েও বাড়ীতে বিভিন্ন প্রক্রিয়ায় পড়া চালিয়ে যায়। এভাবে নাযেরা সম্পন্ন করে একই বছরে তার হিফয সবক পড়া শুরু হয়। অত্যন্ত মনোযোগের সাথে চালিয়ে যায় কুরআন মুখস্থকরণ।

দ্বিতীয় শ্রেণিতে থাকা অবস্থায় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদর্শনীতে মুখস্থ খুতবা পাঠসহ পবিত্র জুমার নামাযে ইমামতি করে আলোচনায় আসে ফুয়াদ। এরপর হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখা ও কিশোরগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতা, নেত্রকোনার কেন্দুয়ায় অনুষ্ঠিত হিফজুল কুরআন মজলিস আয়োজিত হিফয প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে এনেছে অনেক পুরষ্কার।

শুধু ফুয়াদই নয়। এরকম অনেক মেধাবী তৈরির পথে এগিয়ে যাচ্ছে দারুল কুরআন মাদরাসা। প্রতিষ্ঠার বিগত চার বছরে আরটিভি, মোহনা টেলিভিশন, চ্যানেল টুয়েন্টিফোর, এটিএন বাংলা, ইসলামিক ফাউন্ডেশন, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশসহ বিভিন্ন হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে দারুল কুরআনের ছাত্ররা।

সর্বশেষ গত ৬ আগস্ট বেসরকারী টিভি চ্যানেল এটিএন বাংলার ক্ষুদে হাফেজ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় কিশোরগঞ্জ জেলায় প্রথম স্থান অধিকার করে দারুল কুরআনের ছাত্র আনোয়ার মাহমুদ পুরো জেলায় আলোড়ন সৃষ্টি করে।

বিগত সময়ে আসীকুল ইসলাম ফুয়াদ জাতীয় পর্যায়ের লেখক, সাহিত্যিক ও অনলাইন এক্টিভিস্ট মাওলনা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তাড়াইল থানার তৎকালীন অফিসার ইনচার্জ মো. মুজিবুর রহমান, আল জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ এর প্রিন্সিপাল মাওলানা শাব্বির আহমদ রশীদ, ঢাকার যাত্রাবাড়ী জামিয়া রাহমানিয়ার প্রিন্সিপাল মুফতি ওযায়ের ওযায়ের আমীন, বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কাশেম সালতু, তাড়াইল প্রেসক্লাব সভাপতি দেওয়ান ফারুক দাদ খানসহ বিভিন্ন গুণী ব্যক্তিদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST