মো.নজরুল ইসলাম,অষ্টগ্রাম প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামেও এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। স্কুল পর্যায়ে দু’টি কেন্দ্রের চারটি ভেন্যুতে এবং মাদ্রাসা পর্যায়ে একটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রথম দিনের পরীক্ষায় উপজেলার দশটি বিদ্যালয়ের ১,২৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১,২৫৬ জন ও চারটি মাদ্রাসার ১২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। স্কুল ও মাদ্রাসায় অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা মোট ২১ জন।
অনুপস্থিত পরীক্ষার্থীর বিষয়ে মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ এ প্রতিনিধিকে জানান, অসচেতনতা ও ঝরেপড়াই পরীক্ষায় ছাত্র অনুপস্থিতির মূল কারণ। পরবর্তী সেশন থেকে শতভাগ ছাত্র উপস্থিতি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply