নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে জেলা পরিষদ নির্বাচনে যাচাই বাছাই শেষে ৭০ জন প্রার্থীর মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) যাচাই বাছাই করা হয়। বাছাইয়ে মোট ৭০ জন প্রার্থীর মধ্যে ১৩ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়। বাকি ৫৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষিত হয়।
মনোনয়ন পত্র বাতিল হওয়া ১৩ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে ১ জন এবং সাধারণ আসনের সদস্য পদে ৯ জনের প্রার্থীতা বাতিল করা হয়েছে ।
মনোনয়ন পত্র বৈধ হওয়া তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আওয়ামী লীগ প্রার্থী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, সুপ্রীম কোর্টের আইনজীবী হামিদুল আলম চৌধুরী নিউটন এবং সাবেক ছাত্রলীগ নেতা আশিক জামান এলিন।
মনোনয়ন পত্র বাতিল হওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক এডভোকেট মো. আশরাফ উদ্দিন রেনু, মো. আজিজুল হক ও মো. সেলিম।
Leave a Reply