নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য সৃষ্টি ও দেশ বিরোধী মিথ্যা প্রচারণার বিরুদ্ধে ভৈরব উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
উক্ত প্রতিবাদ সমাবেশকে সফল ও সার্থক করতে ব্যাপক প্রস্তুতি সম্পর্ন করেছে বলে জানা যায়। ইতিমধ্যে সকল ইউনিয়নে ইউনিয়নে করছে মতবিনিময়ের নামে জন সমাগমের ক্যাম্পেইন। এছাড়াও পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডেও করেছে এবং চলছে ব্যাপক প্রচার প্রচারণা। চলছে অবিরাম মাইকিং। দলের আনুগত্যের বহিঃপ্রকাশ হিসেবে অনেকে করেছেন বিভিন্ন রংবেরঙের ফেস্টুন ও গেঞ্জিসহ প্রচার সামগ্রী।
এই প্রতিবাদ সভাকে আগামী দিনের আন্দোলন সংগ্রামের সার্থকথা হিসেবে দেখছেন উপজেলার আওয়ামী লীগ নেতারা। তাই উক্ত সমাবেশে সফল করার লক্ষ্যে ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাথে সাথে,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দও ভৈরব পৌরসভার প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে কর্মী সমাবেশ করেছেন নিজ নিজ কর্মী সমর্থক নিয়ে।
এছাড়াও বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এবং তাদের নেতৃবৃন্দেরকে নিয়েও পৃথক পৃথক ভাবে করেছে আলোচনা সভা ও মতবিনিময়।
আজ মঙ্গলবার (২০সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভৈরব উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ভৈরব বাসস্ট্যান্ডেস্থ নিউ টাউন মোড়ে বিএনপি জামাতের নৈরাজ্যের ও দেশ বিরোধী অপপ্রচারের প্রতিবাদে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে সকল ইউনিয়ন ও পৌর ওয়ার্ডে কয়েক দিন যাবৎ চলছে বিরাম হীন কর্মী সমর্থক নিয়ে আলোচনা সভা। এতে কর্মী সমর্থকদের চাঙা রাখার পাশাপাশি বিএনপি জামাতের দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ব্যাপক লোক সমাগমের মাধ্যমে একটি মহরাও দিতে চাচ্ছে ভৈরব উপজেলা আওয়ামীলীগ।
ইতি মধ্যে ভৈরব উপজেলা আওয়ামীলীগ প্রতিবাদ সভাকে সফল করতে সকল প্রস্তুতি সম্পূর্ন করেছে বলে হাওর টাইমস’র অনুসন্ধানে জানা যায়।
উক্ত প্রতিবাদ সমাবেশে ভৈরব কুলিয়ারচরের মাটি ও মানুষের নেতা, সাংসদ ও বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানা যায়।
তাই সমাবেশকে সফল করতে ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বীরমুক্তিযোদ্ধা ভৈরব উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সায়েদুল্লাহ মিয়ার দিকনির্দেশনায় আওয়ামী লীগের সহ সভাপতি জাকির হোসেন কাজল,উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল,ভৈরব পৌর সভার মেয়র আলহাজ্ব ইফতেকার হোসেন বেনু, শাখাওয়াত হোসেন মোল্লা,পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকী বিল্লাহ,ভৈরব পৌর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অরুন আল আজাদ অরুণ, যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন জামাল এবং ছাত্রলীগের সভাপতি আমির হামজাসহ অন্যান্য নেতৃবৃন্দের অক্লান্ত পরিশ্রমে আজ মঙ্গলবার (২০সেপ্টেম্বরের) সমাবেশকে সফল করার লক্ষ্যে উপজেলা পৌরসভা ইউনিয়ন ভিত্তিক কর্মীসভা করেছেন।
Leave a Reply