নিজস্ব প্রতিনিধিঃ
নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২১সেপ্টেম্বর) সকালে নিকলী জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত- উপজেলা সামাজিক-সম্প্রীতি সমাবেশ
নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাকিলা পারভীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সামাজিক-সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫(নিকলী-বাজিতপুর) এর
সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আফজাল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান মোঃ রুহুল কুদ্দুস ভূঞা (জনি)।
সামাজিক-সম্প্রীতি সমাবেশে আরও উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, নিকলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম,সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু বকর সিদ্দিক, নিকলী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনসুর আলী আরিফ,উপজেলা সামাজিক-সম্প্রীতি কমিটির সদস্য মোঃ কামরুল ইসলাম মানিক ও মো: আবু তাহের, নিকলী পূজা উদযাপন পরিষদের
সভাপতি বিপুল দেবনাথ প্রমূখ।
সভায় ধর্মীয় সহিংসতা, সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিহত করার মধ্য দিয়ে আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়ার প্রত্যায় ব্যাক্ত করা হয়।
Leave a Reply