কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলা সামাজিক সম্প্রীতি কমিটির উদ্যোগে এক সম্প্রীতি সমাবশে অনুষ্টিত হয়েছে।
আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে
অনুষ্টিত জেলা সামাজিক সম্প্রীতি সমাবশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ আফজল, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, পৌর মেয়র মাহমুদ পারভেজ, উপজেলা পরিষদ সদর মামুন আল মাসুদ খান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ভূপেন্দ্র ভৌমিক দোলন, সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মো. আসাদুল্লাহ, অধ্যক্ষ রবীন্দ্রনাথ চৌধুরী, হিন্দু বোদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডভোকেট ক্ষিতিশ দেবনাথ, মাওলানা মো. খলিলুল্লাহ, শায়েক মাওলানা সোয়েব বিন রউফ, জিপি বিজয় শংকর রায়সহ গন্যমান্য ব্যক্তি।
সমাবেশে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জ জেলায়ও আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখা, অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেয়া, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদকে প্রতিহত করা, মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডাসহ সকল উপাসনালয়ের নিরাপত্তা বিধান, সকল ধর্মীয় উৎসব যথাযথ ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে উদযাপন এবং সর্বোপরি বিভিন্ন ধর্মের শান্তি ও সৌহার্দের বানীসমূহ ব্যাপক প্রচারের বিষয়ে বক্তাগণ দীপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ আইনজীবি, সাংবাদিক, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন পেশার মানুষজন উপস্থিত ছিলেন ।
Leave a Reply