মো.রুবেল মিয়া,সরাইল প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সরাইল থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সরাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল আনন্দময়ী কালীবাড়ির সভাপতি দিলিপ বণিক, পরিমল দেব, ইন্দ্র মোহন দাস, সঞ্জয় দত্ত, বিশ্বজিৎ মল্লিক, সরাইল মহিলা কলেজ এর অধ্যক্ষ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সম্পাদক ও মহিলা কলেজের প্রভাষক মাহবুব খান , নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, আওয়ামীলীগ নেতা ও পানিশ্বর ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, সরাইল পূজা উদযাপন কমিটির সভাপতি ঠাকুর ধন বিশ্বাস প্রমুখ।
Leave a Reply