নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের বঙ্গবন্ধু গোল্ডকাপ এবং ছাত্রীদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হয়েছে ৷
আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের পুরাতন স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি ) ফারজানা খানামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় ক্রীরা পতাকা উত্তোলন করা হয় ৷
এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শামীম আলম বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ৷
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাসেল শেখ (বিপিএম বার)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার বণিক ৷
অনুষ্ঠানে সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর জামান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খানসহ বিভিন্ন উপজেলার শিক্ষা কর্মকর্তা , সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন ৷
টুর্নামেন্টে জেলার ১৩ টি উপজেলার বালকদের ১৩ টি চ্যাম্পিয়ন এবং বালিকাদের ১৩ টি চ্যাম্পিয়ন দল জেলা পর্যায়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৷
আগামী ২৮ সেপ্টেম্বর বুধবার সকালে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ৷
Leave a Reply