নিজস্ব প্রতিনিধিঃ
দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলার সাংবাদিক নেতাদের অংশগ্রহণে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫সেপ্টেম্বর) সকালে ঢাকাস্থ রমনা চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় মহাসচিব এডভোকেট লুৎফর রশিদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহ-সভাপতি আলমগীর গনি, প্রধান উপদেষ্টা গণি মিয়া বাবুল, সহকারী মহাসচিব আবু মুসা, সাংগঠনিক সচিব আব্দুল মজিদ, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি খাইরুল ইসলাম, নেত্রকোনা জেলা সভাপতি আনিছুর রহমান প্রমুখ।
সম্মেলনে সংস্থার সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, কল্যাণ ও হয়রানি বন্ধে আন্দোলন করে যাচ্ছে জাতীয় সাংবাদিক সংস্থা। এ আন্দোলনে সারা দেশের সাংবাদিকদের একত্রিত হওয়ার আহবান করেন তিনি।
Leave a Reply