হারুনুর রশিদ,রায়পুরা প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় সেচ্ছাসেবী সংগঠন “সমাজ সেবা সংঘ “র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
আজ সোমবার(২৬ সেপ্টেম্বর) উপজেলার মুছাপুর ইউনিয়নের পূর্বহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় এ ক্যাম্পেইন শুরু হয়ে বেলা ২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার, মুস্তাক আহাম্মেদ, হুমায়ুন কবির, হারুনুর রশিদ, সংগঠনের সদস্য আবদুর রহমান, শহিদুল ইসলাম শান্ত, তারেক রহমান, নুরুন্নবী, শরীফসহ সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। জানা গেছে, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি-২০২২ পালন করেন।
আজকে ২য় ধাপে সাড়ে তিন শতাধিক স্কুল শিক্ষার্থী ও সাধারণ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ ক্যাম্পেইনে সহযোগী করেন সংগঠনের সদস্যদের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হয়।
পূর্ব হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সুহেরা আক্তার বলেন,আজকের এ কর্মসূচির মধ্যেমে শিক্ষার্থীরা অনেক উপকৃত হলো। ইউনিক আইডিসহ বিভিন্ন কাজে প্রয়োজন। তাদের কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
সদস্য আবদুর রহমান বলেন, আমরা সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। আগামীতেও ধারাবাহিক ভাবে বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালন করা হবে।
Leave a Reply