কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এবং কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কিশোরগঞ্জ সদরের আহবায়ক এনামুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক কমান্ডার বাবু ভুপাল নন্দী, কিশোরগঞ্জ সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মাসুমা আক্তার।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মনোয়ার হোসেন রনি, বীর মুক্তিযোদ্ধার সন্তান অপু সাহা,মাসুদ আলম,আবদুল্লাহ আল মামুন, সোনিয়া খানম মিল্কি।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধার সন্তান নাজমুল অনিক,ইকবাল মিয়া,সোহেল রানা,হিমেল আহমেদ, আশিক আহমেদ, রুবেল মিয়াসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।আলোচনা শেষে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ দোয়া করা হয়।দোয়া শেষে কেক কেটে শুভ জন্মদিন উদযাপন করা হয়।
Leave a Reply