শাহীন সুলতানা, কুলিয়ারচর থেকেঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচরে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্ম দিন উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসারের কর্যালয় কর্তৃক আয়োজিত জন্মদিবস পালন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. জিল্লুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও বর্ষীয়ান নেতা মো. আব্দুস সাত্তার মাষ্টার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মালা বরণ ও সাংবাদিক মো. নাঈমুজ্জামান নাঈম প্রমূখ।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনা আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সবার মাঝে কেক বিতরন করেন।
পরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply