1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার সিলেটে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে- কানাইঘাটে পুলিশ সুপার মাহবুবুর রহমান কানাইঘাটে পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার পর লাশ ফেলে গেল সুরমা নদীতে

মহাদেবপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুত জেলার ১শ’ ৫৪ প্রতিমা মন্ডপ (হাওর টাইমস)

  • প্রকাশের সময় বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭২ বার পড়েছে

কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

আর মাত্র একদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হতে যাচ্ছে। সারা দেশের ন্যায় নওগাঁর মহাদেবপুরে শারদীয় দূর্গাপূজা উদযাপনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

এবছর উপজেলায় জেলার সর্বাধিক ১শ’ ৫৪টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মন্ডপ গুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন বেশির ভাগ মন্ডপে চলছে গেট তৈরী, প্যান্ডেল সাজানো ও আলোক সজ্জার কাজ।

দৃষ্টিনন্দন সাজে সেজেছে মন্ডপ গুলো। অন্যান্য বছরের ন্যায় এবছরও দুর্গা উৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব।

সরেজমিনে বৃহস্পতিবার ২৯ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের কাচারীপাড়া পূজা মন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিমা তৈরী ও রং করার কাজ শেষ হয়েছে। দৃষ্টি নন্দন গেট ও প্যান্ডেল তৈরী করা হয়েছে। মন্ডপের ভেতরে চলছে শেষ মুহূর্তের সাজ ও আলোক সজ্জার কাজ। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে ব্যাপক প্রস্তুতি চলছে।

এসময় ওই মন্ডপের সাধারণ সম্পাদক বিল্পব দাস জানান, আগামী শনিবার সকাল ৭ টায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। ৫ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। এ সময় তিনি উপজেলাবাসীকে শারদীয় শুভেচ্ছা ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা দর্শনের আমন্ত্রণ জানান।

একই চিত্র দেখা গেছে উপজেলা সদরের শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির, ব্রাহ্মণপাড়া, ঘোষপাড়া, মধ্য বাজার, দুলালপাড়া, শিবগঞ্জ মোড়, কায়স্থ পাড়া ও বালুকাপাড়া মন্ডপে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উপজেলায় এ বছর জেলার সর্বাধিক ১শ’ ৫৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সদর ইউনিয়নে ২৩টি, হাতুর ইউনিয়নে ৮টি, খাজুর ইউনিয়নে ১৬টি, চাঁন্দাশ ইউনিয়নে ৮টি, রাইগাঁ ইউনিয়নে ১৩টি, এনায়েতপুর ইউনিয়নে ১৬টি, সফাপুর ইউনিয়নে ১৭টি, উত্তরগ্রাম ইউনিয়নে ২২টি, চেরাগপুর ইউনিয়নে ১৫টি ও ভীমপুর ইউনিয়নে ১৬টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার মন্ডল জানান, উপজেলায় এ বছর ১শ’ ৫৪ টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আনন্দ ও উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে মন্ডপ গুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রতিটি মন্ডপে স্বেচ্ছাসেবক কর্মীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

এসময় তিনি নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, নিরাপত্তা নিশ্চিতে মন্ডপ গুলোতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। থানা পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম মণ্ডপ গুলো পরিদর্শন করেছেন। পুলিশের পাশাপাশি মণ্ডপ গুলোতে আনসার সদস্য মোতায়েন থাকবে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা সার্বক্ষণিক মাঠে থাকবেন বলেও জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST