শেখ মানিক,শিবপুর থেকেঃ
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে নরসিংদীর শিবপুর উপজেলায় ৭১টি পূজা মন্ডবে শুভেচ্ছা উপহার হিসেবে শিবপুর আসনের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার ৫০০ টাকা করে মোট ৭লক্ষ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। তিনি ২০০৭ সাল থেকে প্রতিবছর এই অর্থ বিতরণ করে যাচ্ছেন।
শনিবার (১লা অক্টোবর) দুপুরে উপজেলা যুবলীগ কার্যালয় প্রাঙ্গণে সিরাজুল ইসলাম মোল্লা সমাজ সেবা ফাউন্ডেশনের আয়োজনে এই অনুদান বিতরণ করা হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অজয়কৃষ্ণ গোস্বামীর সঞ্চালনায় অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুরের সাবেক এমপি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপদেষ্টা আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ. কে. নাছিম আহমেদ হিরন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ ও পূজারীবৃন্দ।
Leave a Reply