1. admin@zisantv.com : Alim Uddin : Alim Uddin
শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজঃ
প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ (১৯ বিজিবি) এর অভিযানে ভারতীয় মদ, মহিষ ও চিনি আটক অধ্যাপক জাকি মোস্তফা টুটুল এর আর্থিক সহযোগিতায় কানাইঘাটে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত কানাইঘাট-জকিগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসর এম ফরিদ উদ্দিন তারেক রহমান : দূরদর্শী ও দেশপ্রেমিক রাজনীতির কীর্তিময় এক অনন্য নাম আটগ্রাম-কালিগঞ্জ সড়কে বীর মুক্তিযোদ্ধা হারিস চৌধুরীর নামফলক ভেঙে ফেলল দুর্বৃত্তরা মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রফেসার এম. ফরিদ উদ্দিন সমাজে সমমর্যাদা প্রতিষ্ঠায় অদম্য নারীরা ভূমিকা রাখছেন- কেয়া খান কানাইঘাটের পরিস্থিতিকে শান্ত করতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে খেলাফত মজলিসের সভা জকিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুজন আহমদ গ্রেফতার

জাতির জনক বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়েছেন-এমপি লিপি (হাওর টাইমস)

  • প্রকাশের সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ১৭৩ বার পড়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জন্য একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। তিনি তার স্বপ্ন পুরনের লক্ষ্যে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছিলেন। তারই প্রিয় কন্যা আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার বাবার স্বপ্ন সফল করার লক্ষ্যে এ দেশকে সোনার বাংলা গড়ার জন্য ১৯৮১ সালে বিদেশের আরাম আয়েশ বাদ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মাঝে এসেছিলেন। আর সে জন্যই আজ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচো করে দাঁড়াতে পারি।

তিনি আরো বলেন, আমার ভাই সৈয়দ আশরাফুল ইসলাম জননেত্রীর অত্যন্ত স্নেহ ধন্য ছোট ভাই ছিলেন। উনি যখন অকালে চলে গেলেন তখন জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেই আমার ভাই এর মুল দায়িত্ব আমাকেই দিয়েছিলেন এবং বলেছিলেন আমরা দুই বোন আছি তুমিও আসো তোমার ভাই এর অসমাপ্ত কাজ করো। জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ ও তার সেই আদেশ নিয়েই আমি আপনাদের কাছে এসেছি।

তিনি আমাকে নৌকার মাঝি করেছিরেন এবং আপনাদের সহযোগিতায় আমি আপনাদের প্রতিনিধিত্ব করছি কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার।যেখানে আমার পিতা ও আমার ভাই প্রতিনিধিত্ব করেছিলেন।

আমি চেষ্টা করবো নিঃস্বার্থভাবে আমার জীবন দিয়ে হলেও আপনাদের কাছে থাকবো। কিশোরগঞ্জ ১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে রোববার(২ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এমএ আফজাল, সদর উপজেলা চেয়ারম্যান মাসুদ আল মামুনসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এমপি লিপি সদর উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। কিশোরগঞ্জ কালীবাড়ি মন্দিরও পরিদর্শন করেন ৷ এ সময় তিনি পূজা মন্ডপে চার লাখ টাকা অনুদান প্রদান করেন। তাকে এক নজর দেখতে বিপুল সংখ্যক ভক্ত পূজারীরা এসে ভিড় করে ৷

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির অন্যান সংবাদগুলো


প্রযুক্তি সহায়তায় BTMAXHOST