মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ”নির্ভূল জন্ম-মৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়ব” প্রতিপাদ্য নিয়ে জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেম্স।
বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মঞ্জুরুল মোর্শেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উমর খসরু, অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান ফাইয়াজ হাসান বাবু, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, বাঙাল পাড়া ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান রুস্তম, আদমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নাফ, খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জীবনময় শীল, কাস্তুল ইউপি সচিব মো. কামরুজ্জামান ও অষ্টগ্রাম সদর ইউপি সচিব বোরহান উদ্দিন প্রমূখ।
জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলায় আদমপুর শ্রেষ্ঠ ইউনিয়ন নির্বাচিত হওয়ায় উক্ত ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও উদ্যোক্তাকে অনুষ্ঠান শেষে ক্রেষ্ট প্রদান করা হয়।
Leave a Reply