কাজী সামছুজ্জোহা মিলন,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সদস্য, চাঁন্দাশ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং কালুশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজলুর রশিদ শুক্রবার ৭ অক্টোবর রাত ১২ টার সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, কন্যা ও পুত্র সন্তান রেখে যান।
শনিবার (৮ অক্টোবর) বেলা ১১ টা ৩০ মিনিটে প্রিয় নেতার নামাজে জানাজা তার নিজ বাড়ি ডিমজাউন গ্রামের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। সে একই গ্রামের মৃত আছর আলী মন্ডলের ছেলে।
এতে অংশ নেন ও বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
অন্যদের মধ্যে বক্তব রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু,মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন ও কালুশহর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি সামসুজামান বাবু প্রমুখ।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল নওগাঁ জেলা শাখার যুগ্ন আহবায়ক মামুনুর রহমান রিপন, মহাদেবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,এস এম হান্নান, দপ্তর সম্পাদক ফেরদৌস আলম,প্রচার সম্পাদক আমিন ইসলাম, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক কিউ এম সাঈদ টিটো উপস্থিত থেকে গভীর শোক জানান।
আরও উপস্হিত ছিলেন মহাদেবপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুস সোবহান, সাইদুর রহমান, ১ নং সদস্য কাজী সামছুজ্জোহা মিলন, চঞ্চল রহমান, ইখতিয়ার উদ্দিন দুরন্ত,ছাত্রনেতা রহমত আলী প্রমুখ।
এছাড়া চাঁন্দাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুস সাত্তার মাষ্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান,চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন,বীর মুক্তিযোদ্ধা মহসিন আলী উপস্হিত ছিলেন।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদীদল,যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা উপস্হিত ছিলেন।
এক শোক বার্তায় উপজেলা বিএনপির সভাপতি বলেন,মরহুমের মৃত্যুতে উপজেলা বিএনপি একজন সৎ, যোগ্য ও ত্যাগী অভিভাবককে হারালো। তারা সহকর্মীকে হারিয়ে গভীর শোকাহত।
এছাড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
Leave a Reply