কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর কুড়িঘাট মোড়ে বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ছাত্রলীগের একটি বড় অংশ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে।
নব-গঠিত এ কমিটি গঠনের অভিযোগ করে তৃতীয় দিনের মতো প্রতিবাদ চলছে হোসেনপুরে। ছাত্রলীগের নব-গঠিত কমিটি ৮ম শ্রেণি পাশ, বিবাহিত, অছাত্র, মাদকাসক্ত ও বয়সোত্তীর্ণ এবং টাকার বিনিময়ে এক বিতর্কিত গঠন করার প্রতিবাদে পদবঞ্চিত প্রকৃত ছাত্রলীগের নেতা-কর্মীরা রাস্তায় দাড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
তারা অবিলম্বে বিতর্কিত এ অগঠনতান্ত্রিক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান। তারা আরো অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত উপজেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানসহ কমিটির অন্তত ৪ জন বিবাহিত। অপর একজন ৮ম শ্রেণি পাশ। তাছারা অনেকেই সরকারি চাকরিজীবী আর ব্যবসায়ী ও মাদকাসক্ত।
অর্থের বিনিময়ে অগঠনতান্ত্রিকভাবে ছাত্রলীগের কমিটিতে তাদের রাখা হয়েছে। নব-গঠিত এ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে হোসেনপুর উপজেলায় অবাঞ্চিত ঘোষণা করে তারা আরো বলেন, বিতর্কিত এ কমিটি বাতিল বাতিল না করা হলে কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন নব গঠিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান, নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া, হোসেনপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক এমদাদ হোসেন মইন, ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য আমির হামজা, তাহমিদ, আনোয়ারুল ইসলাম ও মনিরুল ইসলাম মাসুম প্রমুখ ।
উল্লেখ্য গত ৫ অক্টোবর বুধবার জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খানের স্বাক্ষরে তাদের সংগঠনের প্যাডে মোস্তাফিজুর রহমান মোখলেছকে সভাপতি ও ইয়াছিন আরাফাত শুভকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের আংশিক পূর্ণঙ্গ কমিটি অনুমোদন দেয় সাংগঠনিক জেলা কমিটি।
Leave a Reply