অষ্টগ্রাম প্রতিনিধি:
১২ই রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি মুসলমানদের নিকট অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কিশোরগঞ্জের অষ্টগ্রামে দিবসটি যথাযোগ্য তাৎপর্যের মাধ্যমে ও অত্যন্ত আড়ম্বরভাবে পালনার্থে বেশ কয়েকদিন পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহন করেছে নবী প্রেমিরা।
দেখা যায়-এ উপলক্ষে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে আলোকসজ্জা, ব্যানার, গেইট নির্মাণ করে সুসজ্জিত করা হয়েছে। অষ্টগ্রাম আহলে সুন্নাত ওয়াল জামাত ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে রবিবার সকাল ৯ ঘটিকায় এক বিরাট জশনে জুলুছ বের করে।
প্রত্যেক পাড়া মহল্লা থেকে মুসল্লীরা দিবসের সাথে সঙ্গতিপূর্ণ ব্যানার, ফেস্টুন, ব্যাজ, নিশান ইত্যাদি নিয়ে জশনে জুলুছে অংশগ্রহণ করেছে। পাড়া মহল্লা থেকে বের হওয়া জশনে জুলুছ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম খেলার মাঠে জমায়েত হয়। সেখানে হাজারো মুসল্লীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে।
বরেণ্য ওলামায়ে কেরামগণ জ্ঞানগর্ভ আলোচনা, দিবসের তাৎপর্য তুলে ধরে ওয়াজ নসিহত এবং মিলাদ-ক্বিয়াম, দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন। দিবসটি উদযাপন উপলক্ষে এলাকায় সাজ সাজ রব পড়ে গেছে, মুসলমানরা ইবাদক বন্দেগী ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করছে।
Leave a Reply