এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধিঃ
আগাম সতর্ক বার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা এ প্রতিপাদ্যে ভৈরবে আন্তজার্তিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা বঙ্গবন্ধু মিলনাতয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর ররহমান সবুজ।
এসময় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপ-সহকারি প্রকৌশলী হাবিবুর রহমান, শ্রীনগর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মোঃ লিটন মিয়া প্রমূখ।
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন শিবপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, গজারিয়া ইউপি চেয়ারম্যান আবদুস সালাম শাহরিয়ার, শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম রিপনসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।
Leave a Reply