মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে হাওরের শিশুদের শিক্ষা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে এ সংলাপের আয়োজন করা হয়।
সহকারী শিক্ষক জয়নাল আবেদীন মোল্লাহ ও সাদিয়া সুলতানার যৌথ সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে উক্ত সংলাপে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক শাকিল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম জেম্স, অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, সহকারী কমিশনার (ভূমি) মো. মঞ্জুরুল মোর্শেদ, হবিগঞ্জ জজ কোর্টের হাওর ও পরিবেশ বিষয়ক আইনজীবি শাহ ফখরুজ্জামান ও উপজেলা শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম প্রমুখ।
উক্ত সংলাপে আলোচকগণ হাওরের শিশুদের শিক্ষা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন এবং এসব সমস্যা সমাধানে হাওরের শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও মানসম্মত করতে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন।
সংলাপ শেষে উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকদের উপজেলা প্রশাসন কর্তৃক সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply