মো. নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করে একজনকে গ্রেফতার করে সাতদিনের জেল ও পঞ্চাশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে পনের দিনের জেল প্রদান করা হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) রাত ৮ টায় উপজেলার কাস্তুল বাজার এলাকায় উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো. মঞ্জুরুল মোর্শেদ, সহকারী প্রোগ্রামার আনোয়ার পারভেজ, উপ-সহকারী প্রকৌশলী (বিএডিসি) রওকন জাহান, উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply