নিউজ ডেক্সঃ
নির্বাচন কমিশনে দলের নিবন্ধন ফরম জমা দেয়া উপলক্ষ্যে সারাদেশের প্রতিনিধিদের নিয়ে জাতীয় সম্মেলন আয়োজন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
শনিবার (১৫ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সম্মেলনে সারাদেশের কয়েকশ প্রতিনিধি এতে যোগ দেন।
সম্মেলনে আগত বিভিন্ন জেলা-উপজেলা এবং বিভাগীয় শহরের প্রতিনিধিদেরকে দলের নিবন্ধন প্রক্রিয়ার সবশেষ প্রস্তুতি সম্পর্কে জানানো হয়।
এবি পার্টির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর পরিচালনায় দিনব্যাপি সম্মেলনে ছিল তিনটি আলাদা সেশন।
প্রথম সেশনে কেন্দ্রীয় এবং মহানগর নেতারা বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। সোলায়মান চৌধুরী তার বক্তব্যে বলেন, নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়া নতুন দলগুলোকে হাত-পা বেঁধে সাতার কাটতে নামিয়ে দেয়ার মতো। নানা প্রতিবন্ধকতা এবং অরাজনৈতিক শর্ত, প্রশাসনিক ও রাজনৈতিক হয়রানি এবং একটি ধর্মীয় দলের ফতোয়ার বাণে জর্জরিত হয়েও থেমে যায়নি সম্ভাবনার রাজনৈতিক দল এবি পার্টি। তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীনতার মূলমন্ত্রের আলোকে আধুনিক কল্যাণরাষ্ট্র হিসেবে গঠন করা পর্যন্ত এবি পার্টির নিরলস লড়াই চলবে।
দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার, এডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ব্যারিষ্টার যোবায়ের আহমেদ ভুইঁয়া, বিএম নাজমুল হক সহ কেন্দ্রীয় নেতারা নিবন্ধন প্রস্ততির নানা দিক তুলে ধরে আগামিতে কঠিন রাজনৈতিক সংগ্রামের জন্য প্রস্তুত হতে তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান।
সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, অবমাননাকর এবং অরাজনৈতিক শর্ত মেনে নিতে কষ্ট হলেও নিবন্ধনের জন্য সকল প্রস্তুতি ভালোভাবে সম্পন্ন করেছে তার দল। তিনি বলেন, নিবন্ধন প্রক্রিয়াকে শতভাগ স্বচ্ছতার সাথে সম্পন্ন করে এবি পার্টি এখন পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে এবি পার্টি শতভাগ আশাবাদি। কোন ধরণের গড়িমসি করা হলে রাজনৈতিক ও আইনী ভাবে মোকাবেলার হুশিয়ারি দেন তিনি।
সাংগঠনিক সেশন শেষে আয়োজন করা হয় রাজনৈতিক সেশন। এই সেশনে অতিথি ছিলেন, গণফোরামের কার্যকরী সভাপতি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক আবু সাইদ, রাষ্ট্রবিজ্ঞানী ডঃ দিলারা চৌধুরী, সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, ন্যাপ সভাপতি গোলাম মুর্তজা, মাইনোরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বক্তারা নিবন্ধন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করায় এবি পার্টিকে অভিন্ন্দন জানান। এবি পার্টি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্নপ্রকাশ করবে বলেও তারা আশাবাদ প্রকাশ করেন। আমার বাংলাদেশ পার্টির গঠন এবং এগিয়ে যাওয়ার এ প্রক্রিয়া যে কোন রাজনৈতিক দলের জন্য অনূকরণীয় হতে পারেও বিশিষ্টজনরা মন্তব্য করেন।
Leave a Reply