শাফায়েত নাজমুল, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উপর বর্বরোচিত হামলা চালায় অছাত্ররা।
প্রত্যক্ষদর্শী ও হোসেনপুর উপজেলা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, বৃহস্পতিবার(১৪ অক্টোবর) হোসেনপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষে এক সভার আয়োজন করা হয়।
এতে কেন্দ্রীয় নেত্রীবৃন্দদের আগমনের অক্ষোয় ছিলেন নেতা-কর্মীরা। এসময় ছাত্রলীগনামধারী কিছু অছাত্ররা দেশীয় অস্ত্র নিয়ে উপজেলার প্রকৃত নেতা- কর্মীদের উপর হামলা চালায়।
নবগঠিত ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদেক মিয়া ও সহ- সভাপতি মুখলেসুর রহমান জানান, ছাত্রলীগের বিতর্কিত অছাত্র, বয়সোত্তীর্ণ, মাদকাসক্ত ও বিবাহিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী উপজেলার প্রকৃত নেতা-কর্মীদের উপর বর্বরোচিত এ হামলা চালায়। এতে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের তিন সক্রিয় কর্মী গুরুতর আহত হন। আহতরা হলেন মো. সজীব, মো. সুজন ও সোহেল রানা দয়াল।
আহতরা কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেও তারা জানান।
এব্যাপারে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাননি তিনি।
Leave a Reply