অজয় সাহা,নিজস্ব প্রতিনিধিঃ
দূর্গম চরাঞ্চল নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের সোবহানপুর গ্রামে ইভটিজিং,মাদক,দাঙ্গা-হাঙ্গামা,মানবপাচার, কিশোরগ্যাং নির্মুলের লক্ষ্যে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) বিকালে সোবহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রায়পুরা থানার দক্ষ ও বিচক্ষন অফিসার মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে ও ইন্সপেক্টর তদন্ত গোবিন্দ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ শাহরীয়ার, মোঃ আল আমিন, অনির্বাণ ও রায়পুরা বেলাব সার্কেল সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ,রায়পুরা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার মেয়র মোঃ জামাল মোল্লা, নরসিংদী নবনির্বাচিত জেলা পরিষদ সদস্য রাজিব আহমেদ, সাবেক সদস্য আঃ মোতালিব, রায়পুরা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলামিন ভূঁইয়া মাসুদ, চেয়ারম্যান ফোরামের সেক্রেটারি ও শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিয়াজ মোর্শেদ খান রাসেল, পাড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, চরমধুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আহসান সিকদার,নিলক্ষা ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম, বিশিষ্ট ব্যবসায়ী পীরজাদা সাইফুল ইসলাম, বাঁশগাড়ি ইউপি সাবেক সদস্য মোঃ রতন মিয়া, শ্রীনগর ইউপি সদস্য মোঃ জালাল উদ্দীন প্রমুখ।
সোবহানপুর ও পাশ্ববর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ইতিমধ্যে একটি পুলিশ ক্যাম্প স্থাপন করায় মানুষের মুখে হাসি ফুটে উঠেছে। সকল বেদাবেদ ভুলে মেয়ে ছেলে নিয়ে শান্তিতে জীবন যাপনের জন্য সোবহানপুর গ্রামের কৃষক মোঃ ফিরুজ মিয়া ক্যাম্পের নামে ১০ শতাংশ জমি দান করেন। এ ক্যাম্প স্থাপনে পাশ্ববর্তী নিলক্ষা, চরমধুয়া, বাঁশগাড়ি ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে।
এজন্য রায়পুরা থানার ওসি মোঃ আজিজুর রহমান সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগনকে সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply