মো. নজরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসার মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান বিষয়ক কুইজ দল এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে।
উপজেলা নির্বাহী অফিসার মো. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আদমপুর দেওয়ান আলী উচ্চ বিদ্যালয় কুইজ দল প্রথম স্থান ও হক সাহেব উচ্চ বিদ্যালয় কুইজ দল দ্বিতীয় স্থান অর্জন করে।
বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো.হারুন- অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহিদ, অষ্টগ্রাম হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহা. নূরুল আবছার, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ আহমদ, বাঙালপাড়া উচ্চ দ্যিালয়ের প্রধান শিক্ষক হরিচরন দাস ও অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যায়ের সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান খাঁন প্রমুখ।
Leave a Reply