মো.নজরুল ইসলাম,নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের স্বপ্নীল গণগ্রন্থাগারে জাতির জনক বঙ্গবন্ধুর সর্ব কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্ম বার্ষিকী উপলক্ষে ”প্রজন্মের ভাবনায় শেখ রাসেল” শিরোনামে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ অক্টোবর) বিকেলে স্বপ্নীল গণগ্রন্থাগার মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় অষ্টগ্রাম সরকারী রোটারী ডিগ্রী কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ঢাকা, অষ্টগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, হক সাহেব উচ্চ বিদ্যালয়, ফান্দাউক পন্ডিত রাম উচ্চ বিদ্যালয় ও কাস্তুল স্বতন্ত্র ইসলামিয়া ইবতেদায়ী মাদ্রাসার একুশ জন শিক্ষার্থী তিনটি গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। এদের মধ্যে প্রতি গ্রুপে বিজয়ী তিনজন করে সর্বমোট নয়জনকে পুরষ্কার প্রদান করা হয়।
এসময় স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও উপজেলা প্রেসক্লাব সভাপতি নজরুল ইসলাম সাগর, স্বপ্নীল গণগ্রন্থাগারের দপ্তর ও সাংগঠনিক সম্পাদক আমিনুল হক নজরুল, কাস্তুল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজী) মাহফুজুর রহমান, কাস্তুল ইসলামিয়া হোসাইনিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a Reply