অষ্টগ্রাম প্রতিনিধিঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” শীর্ষক বিশ্ব শিক্ষক দিবসের এই প্রতিপাদ্যকেই সামনে রেখে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে অত্যন্ত সমারোহে শিক্ষক দিবস ২০২২পালিত হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক অধীনস্ত উপজেলার সংশ্লিষ্ট দপ্তর, সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ নানা আয়োজনের মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসানুল জাহীদের তত্বাবধানে উপজেলা পর্যায়ে গঠিত কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ৯ টায় নির্ধারিত ব্যানারে উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ পর্যায়ের শিক্ষকগণ প্লেকার্ড,ফেস্টুন, দেশীয় সংস্কৃতির লালিত ঐতিহ্য ব্যান্ডবাদ্য সহ এক বর্নাঢ্য র্যালি বের করেন। র্যালিটি বর্নাঢ্য ও সুশৃঙ্খল করার জন্য স্ব স্ব বিদ্যালয়ের স্কাউট, গার্লস গাইডস এর সদস্যদের অন্তর্ভূক্ত করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মুক্ত মঞ্চে সমবেত হয়। সেখানে এক আলোচনা সভায় শিক্ষকগণ বেসরকারি শিক্ষকদের হাওর ভাতা প্রদান, শিক্ষক সুরক্ষা আইন প্রণয়নসহ বিভিন্ন ন্যায্য দাবী দাওয়া আদায়ের জন্য সরকারের নিকট জোড় দাবী জানান।
শেষে দিনের কর্মসূচীর অংশ হিসাবে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গন কিংবা সুবিধা জনক স্থানে ফলজ, বনজ, ভেষজ তিনটি গাছের চারা লাগানো হয়।
Leave a Reply