নিজস্ব প্রতিনিধিঃ
“শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু “এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রত্যান্ত হাওর উপজেলা ইটনা’র রায়টুটী উচ্চ বিদ্যালয়ে পালিত হল শিক্ষক দিবস- ২০২২।
দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৭অক্টোবর) বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে পালিত হয়।
র্যালিটি বিদ্যালয় থেকে শুরু করে এলাকার প্রধান প্রধান রাস্তা ঘুরে আবার বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। র্যালি পরবর্তী আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
সহকারী শিক্ষক মোঃ আতিকুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ভূঞা। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যনেজিং কমিটির সদস্যবৃন্দ ও সহকারী শিক্ষকগণ।
Leave a Reply