মো. আলাল উদ্দিন,ভৈরব প্রতিনিধিঃ
” শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এ শ্লোগানে প্রথম বারের মতো সারাদেশের ন্যায় ভৈরবেও শিক্ষক দিবস ২০২২ উদযাপিত হয়।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ভৈরবের বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে ভৈরব উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালিটি শহরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এ সময় উপজেলা একাডেমিক সুপার ভাইজার সপ্না বেগমের সঞ্চালনায় শিক্ষক দিবস উদযাপন কমিটির আহবায়ক সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খাদিজা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুলহাস হোসেন সৌরভ।
অন্যানদের মাঝে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ উদ্দিন আহমেদ, হাজী আসমত সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রউফ, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানেের প্রধান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।
র্যালিতে রোভার স্কাউট ও বিএনসিসির সদস্যরা বিভিন্ন ফেস্টুন নিয়ে অংশগ্রহণ ও শৃঙ্খলার দায়িত্ব পালন করতে দেখা যায়। এছাড়াও সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, রফিকুল ইসলাম মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
উল্লেখ্য যে ১৯৯৫ সন থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে। তবে ২৭ অক্টোবর প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় সারা দেশে শিক্ষক দিবস পালিত হলো।
Leave a Reply