করিমগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী।
শুক্রবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
এতে বিক্ষুব্ধ জনতা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদানে সুবিধা ভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেন।
ইতিপূর্বে চেয়ারম্যানের নানা অপকর্মের বিরুদ্ধে সাতজন ওয়ার্ড সদস্য জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। যা খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কাজ করছেন।
ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্বাচিত হওয়ায় পর থেকেই একটি পক্ষ আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এমন মিথ্যা, বানোয়াট অভিযোগ এনে সাধারণ মানুষদের নামিয়েছে।’
Leave a Reply