মো. রুবেল মিয়াঃ
মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ মোঃ হৃদয় মিয়া (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ।গ্রেফতারকৃত হৃদয় মিয়া মাধবপুর উপজেলা মনতলা গ্রামের আব্দুর রহিম ছেলে বলে জানা গেছে।
শনিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি সুখেন্দু বসু। তিনি গণমাধ্যমকে আরও বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক এলাকাকে অপরাধ মুক্ত ও মাদক-চোরাচালান নির্মূল করার লক্ষ্যে হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার নির্দেশে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply